নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জম্ন দেয়

“আমি বলবনা আমি 1000 বার হেরেছি, আমি বলব যে আমি হারার 1000 টি কারন খুজে বের করেছি”

Thursday, November 16, 2017

ক্যারিয়ার সহায়ক প্রশিক্ষণ 2

এসএসসি, এইচএসসি বা একাডেমিক পরীক্ষার পর শিক্ষার্থীদের ফলাফলের জন্য সাধারণত তিনথেকে চারমাস অপেক্ষা করতে হয়।পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষার পূর্বের অক্লান্ত পরিশ্রমকে পুষিয়ে নিতে তাই অনেক কেই দেখা যায় এসময়কে শুধু শুয়ে-বসে বা নানা অগঠনমূলক কাজে ব্যয় করতে।অথচ সব কিছুর সাথে সাথে চাইলেই যেকেউ নানা বাস্তব ধর্মী স্বল্পকালীন প্রশিক্ষণের মাধ্যমে আত্মউন্নয়ন ঘটাতে পারে।তাই শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশ সাধনে বা ক্যারিয়ার গঠনের পূর্ব-প্রস্তুতি হিসাবে নিম্নোক্ত প্রশিক্ষণ গ্রহণ করা যেতে পারে


কম্পিউটারপ্রশিক্ষণকোর্স
বর্তমান যুগ কম্পিউটারের যুগ।কম্পিউটার মানুষের গতিকে বাড়িয়ে দিয়েছে বহুহতে বহুগুণ।জীবনে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আজ কম্পিউটার ব্যবহৃত হয়না।তাই পরীক্ষার পরবর্তী এসময়টা শিক্ষার্থীরা চাইলেই স্বল্প মেয়াদি কম্পিউটার কোর্সে অংশ গ্রহণ করতে পারেন
মেয়াদ :৩মাস,৪মাস বা ৬মাস(প্রতিষ্ঠান ভেদে কমবেশী)
কোর্সফি : ৫০০টাকা থেকে ৫০০০টাকা

কোথায়শিখবেন :
প্রশিক্ষণ কেন্দ্র(কম্পিউটারট্রেড),যুব উন্নয়ন অধিদপ্তর,যুব ও ক্রীড়ামন্ত্রণালয়(ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের প্রধান প্রধান জেলাশহরে)
জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণকেন্দ্র,জাতীয় মহিলাসংস্থা,মহিলাওশিশুবিষয়কমন্ত্রণালয়,(ঢাকা,চট্টগ্রাম,রাজশাহী,সিলেট,খুলনা,বরিশাল,বগুড়া,দিনাজপুর,ময়মনসিংহ,ফরিদপুরইত্যাদি শহরে)
এছাড়াও বেসরকারি পর্যায়ে জেলা ও উপজেলায় অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে
মোবাইলইঞ্জিনিয়ারিংকোর্স
যোগাযোগের একটি সহজ ও গুরুত্বপূর্ণ মাধ্যম হলো মোবাইল ফোন।মোবাইল ফোনের সহজ লভ্যতা ও চাহিদার নিরিখে মোবাইলইঞ্জিনিয়ারিং নিঃসন্দেহে একটি বাস্তব ধর্মী বিষয়।তাই বর্তমান সময়ে মোবাইলইঞ্জিনিয়ারিং কোর্স বেশ জনপ্রিয়তা পাচ্ছে
মেয়াদ : ২মাস, ৩মাস ,৬মাস বা ১বছর
কোর্সফি :২৫০০টাকা থেকে ১০,০০০ টাকা
কোথায়শিখবেন :
জাতীয় যুবউন্নয়ন একাডেমী,৭৫সিদ্ধেশ্বরী সার্কুলার রোড,মালিবাগ মোড়,ঢাকা
গ্লোবাল স্টারইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট,১২০/-এদক্ষিণ যাত্রাবাড়ী,ঢাকা
এছাড়াও প্রধান প্রধান জেলা শহরের কিছু প্রতিষ্ঠান

হোটেলট্যুরিজমকোর্স
বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশেই পর্যটন স্পটগুলোতে পর্যটকদের হার দিনদিন বাড়ছে।পর্যটকদের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন সেবা সংস্থাযেমনরেস্টুরেন্ট, বিমানসংস্থা,হোটেল,মোটেল,বাস,ট্যুরিস্টগাইড এবং সেবা সুবিধা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।এসুবাদেই বাড়ছে হোটেল ম্যানেজমেন্ট ও ট্যুরিজমে দক্ষ জনশক্তির চাহিদা।বাড়ছে কর্মসংস্থানের সুযোগ।যে কারণে হোটেল ম্যানেজমেন্ট গ্রাজুয়েটরা বিশ্বে দক্ষ জনশক্তি হিসেবে বিবেচিত হচ্ছে
মেয়াদ :২মাস- ১২মাস(প্রতিষ্ঠান ভেদে)
কোর্সফি :২০০০টাকাথেকে ৩০,০০০টাকা
কোথায়শিখবেন :
হোটেল রাজমণি ঈশাখাঁ হোটেলম্যানেজমেন্ট ট্রেনিং,৮৯/৩ভিআইপিরোড,কাকরাইল,ঢাকা
টমিমিয়া´সইনস্টিটিউটঅবহসপিটালিটি ম্যানেজমেন্ট,২২/১৯খিলজীরোড,মোহাম্মদপুর,ঢাকা
পূর্বাণী ইন্টারন্যাশনালহোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট,এনেক্সবিল্ডিং,১দিলকুশাবা/,ঢাকা
ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজমট্রেনিং ইনস্টিটিউট
বাংলাদেশ পর্যটনকরপোরেশন, ৮৩-৮৮,মহাখালী,ঢাকা-১২১২
বাংলাদেশ হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট,১৪৭/ডি,গ্রীনরোড,ঢাকা


  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment