তোমার
যখন
ইচ্ছা
করে
এসো তুমি ফিরে
তখন ও তোমায় আপন করে
রাখবো বুকের নীড়ে ।
তুমি হয়তো ভুলে গেছো
অতীত কালের কথা
সে সব কথা মনে হলে
বাড়ে বুকের ব্যাথা ।
তুমি ছিলে এই হৃদয়ের
একটি গোলাপ ফুল
আজ তোমাকে হারিয়ে আমি
হারালাম ভালবাসার কূল ।
তবুও তুমি মনে রেখো
যাবেনা তোমায় ভুলা
তোমার জন্য সারা জীবন
হৃদয়ের দরজা খোলা ।
এসো তুমি ফিরে
তখন ও তোমায় আপন করে
রাখবো বুকের নীড়ে ।
তুমি হয়তো ভুলে গেছো
অতীত কালের কথা
সে সব কথা মনে হলে
বাড়ে বুকের ব্যাথা ।
তুমি ছিলে এই হৃদয়ের
একটি গোলাপ ফুল
আজ তোমাকে হারিয়ে আমি
হারালাম ভালবাসার কূল ।
তবুও তুমি মনে রেখো
যাবেনা তোমায় ভুলা
তোমার জন্য সারা জীবন
হৃদয়ের দরজা খোলা ।
মন চাইলে আমার সাইট থেকে ঘুরে আসবেন http://banglatv361.blogspot.com
Post a Comment