নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জম্ন দেয়

“আমি বলবনা আমি 1000 বার হেরেছি, আমি বলব যে আমি হারার 1000 টি কারন খুজে বের করেছি”

Sunday, November 5, 2017

তোমার যখন ইচ্ছা করে


তোমার যখন ইচ্ছা করে
এসো তুমি ফিরে
তখন তোমায় আপন করে
রাখবো বুকের নীড়ে
তুমি হয়তো ভুলে গেছো
অতীত কালের কথা
সে সব কথা মনে হলে
বাড়ে বুকের ব্যাথা
তুমি ছিলে এই হৃদয়ের
একটি গোলাপ ফুল
আজ তোমাকে হারিয়ে আমি
হারালাম ভালবাসার কূল
তবুও তুমি মনে রেখো
যাবেনা তোমায় ভুলা
তোমার জন্য সারা জীবন
হৃদয়ের দরজা খোলা
মন চাইলে আমার সাইট থেকে ঘুরে আসবেন http://banglatv361.blogspot.com
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment