‘আজব প্রেম’
মো : মিলন মিয়া

এটি বাপ্পী-আঁচল জুটির তৃতীয় ছবি। তারা দু’জন প্রথম অভিনয় করেন শাহীন সুমন পরিচালিত ‘জটিল প্রেম’ ছবিতে। এরপর তারা অভিনয় করেন সাফি উদ্দিন সাফির ‘প্রেম প্রেম পাগলামী’ ছবিতে।
জুটি হিসেবে তাদের এই গ্রহনযোগ্যতা নির্মাতাদের মনোযোগ কেড়েছে। এবার তারা দু’জন অভিনয় করতে যাচ্ছেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘আজব প্রেম’ ছবিতে।আজ থেকে নতুন ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে।
Post a Comment