নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জম্ন দেয়

“আমি বলবনা আমি 1000 বার হেরেছি, আমি বলব যে আমি হারার 1000 টি কারন খুজে বের করেছি”

Sunday, November 19, 2017

শিশুদের সুন্দর নাম

শিশুদের সুন্দর ইসলামিক নাম

শিশু জন্ম নেওয়ার পর নাম রাখাটা গুরুত্বপুর্ণ হয়ে পড়ে। শিশুর সুন্দর নাম অনেক কিছুই বহন করে। এছাড়াও ইসলাম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে

অর্থসহ ছেলে শিশুদের সুন্দর ইসলামিক নাম:

ইসলামিক নাম শিশুর জন্য বেহেশত দরজাও খুলে দিতে পারেন। আমার নাম ইব্রাহিম। ছোটকালে আব্বুকে যখন জিজ্ঞেস করলাম, এই নাম কেন রাখলা? আব্বু একটি হাদিস শোনালেন, “এক ব্যক্তি নামাজ পড়তনা, গুনাহগার ছিলো, কিন্তু তার নামটা কোন এক নবীর নামে ছিল। প্রতিদিন যখন লোকজন তাকে ওই নামে ডাকত, তার নামে সওয়ার যুক্ত হত। এইভাবে শুধুমাত্র নামের জন্য উনি বেহেস্তে যান। তাই শিশুদের সুন্দর ইসলামিক নাম যেমন সামাজিক দিক থেকে গুরুত্বপুর্ণ তেমনি ধর্মের দিক থেকেও। ইশিখন.কম আপনাদের জন্য শিশুদের প্রায় ১০,০০০ টি শিশুদের সুন্দর ইসলামিক নাম, শিশুদের সুন্দর বাংলা নাম, অর্থসহ শিশুদের ইসলামিক নাম, শিশুদের সুন্দর ইংরেজি নামসহ ইংরেজি, আরবী সব ধরনের নাম সংগ্রহ করেছে।
শিশুদের সুন্দর ইসলামিক নাম:
সুন্দর ইসলামিক নাম একটি শিশুর জন্য খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে মুসলমানদের জন্য ইসলামিক নাম রাখা যেমন তার ইসলামের প্রতি ও ধর্মের প্রতি আনুগত্য প্রকাশ পায় তেমনি সওয়াব ও হয়। এর মাধ্যমে একজন পাপী বান্দাকেও আল্লাহ চাইলে বেহেস্তে নিতে পারেন। তাই সকল মুসলমানদের উচিত ইসলামি নাম রাখা। ইশিখনের কালেশনে দুই শব্দের, তিন শব্দের সহ হাজার হাজর শিশুদের সুন্দর ইসলামিক নামের ভান্ডার রয়েছে।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment