তুমি আছ বলে...
তুমি আছ বলে মন ফুরফুরে,সঙ্গে চিপস কুরকুরে।
তুমি হাসো বলে বৃষ্টি রিমঝিম,
কখনো পেপসি, কখনো আইসক্রিম।
তুমি বন্ধু বলে এত পাগলামি,
বন্ধু তুমি বড়ই হারামি।। FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
তোর জন্য আনতে পারি...
তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা,
তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া।
পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়,
পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়,
এবার তুই বল, এভাবে আর কত মিথ্যা বলা যায়!!! FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.comএস.এম.এস করলাম সেন্ড...
এস.এম.এস করলাম সেন্ড প্রিয়ার নাম্বারটাতে,
এস.এম.এস পড়ল গিয়ে প্রিয়ার বাবার হাতে।
কপাল খারাপ হলে বুঝি কত কিছুই যে হয়,
প্রিয়ার বাবা মোবাইলে দেখায় শুধু ভয়।
এক এস.এম.এস এ লেগে গেল জিলাপির প্যাচ,
তাইতো এখন করি না মোবাইল এস.এম.এস। FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
কি দিন আইছে রে...
কি দিন আইছে রে, বাতাস বইতেছে,
পাখি গান গাইতেছে,গরু ঘাস খাইতেছে,
জিনিয়াসরা এস.এম.এস করতাছে,
আর বলদেরা এস.এম.এস পড়তাছে। FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
মনে আছে সেই দিনের কথা...
মনে আছে সেই দিনের কথা, ঝিরি ঝিরি হাওয়া বইছিলো, ট্রেন প্লাটফর্মে দাড়াল,
তুমি আমায় দেখলে, আমি একটা ক্লোজ আপ মার্কা হাসি দিলাম,
তুমি গুটি পায়ে কাছে এলে আর বললে...
আল্লাহর ওয়াস্তে কিছু দেনগো মা!!! FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
স্বপ্ন সেতো সুন্দর...
স্বপ্ন সে তো সুন্দর,
ছুয়ো না মলিন হবে।
জীবন সে তো গল্প,
লিখ না নষ্ট হবে।
মন সে তো মন্দির,
ভেঙোনা পাপ হবে।
বন্ধু সে তো বিহঙ্গ,
ভুল বুঝনা হারিয়ে যাবে। FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
মেঘলা আকাশ, মেঘলা মন...
মেঘলা আকাশ, মেঘলা মন
মেঘের সাথে কথোপকথন।
আমি আছি যেমন তেমন
তুমি বন্ধু আছ কেমন? FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
বন্ধু মানেই একসঙ্গে...
বন্ধু মানেই একসঙ্গে অনেকটা পথ চলা,
বন্ধু মানেই প্রাণের কথা যা কাওকে যায় না বলা।
যতই নামুক রাত্রি গভীর ঘনাক আঁধার কালো,
বন্ধু মানেই হাজার খুশি হাজার তারার আলো।
বন্ধু মানেই ভোর রাঙা অই সূর্য হাসি আকাশ,
আর যা হারায় হারাক এ জীবন থেকে
বন্ধু তুই যেন না হারাস।। FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
জীবনটা ধর সাগর...
জীবনটা ধর সাগর, আর হৃদয় তার তীর।
বন্ধু হলো সাগরের ঢেউ।
তোমার সাগরে অনেক ঢেউ থাকতে পারে
তবে ব্যাপার হল সবগুলো ঢেউ কি তীর স্পর্শ করতে পারে? FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
তোর জন্য আনতে পারি...
তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা,
তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া।
পৃথিবী থেকে লুটাতে পারি বন্ধু তোরি পায়,
এবার তুই বল, এভাবে আর কত মিথ্যা বলা যায়!!! FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
যদি যন্ত্রণার প্রতিধ্বনি শুনতে পেয়ে...
যদি যন্ত্রণার প্রতিধ্বনি শুনতে পেয়ে কোন বন্ধু না পাও,
যদি ভাঙ্গনের শব্দ শুনে ভয় পাও,
যদি নীল আকাশ, কালো হতে দেখো,
ভালোবাসার অনাবৃষ্টিতে কষ্ট পাও,
যদি না পাওয়ার ব্যার্থতায় হৃদয় চৌচির হয়ে যায়,
যদি প্র্রলয়ের দিনে বৈশাখী শ্রাবণে উপলব্ধি কর আমায়,
যদি ঘন বরষায় তোমার নদী শুকিয়ে যায়,
যদি কখনো না পাওয়ার বেদনা তোমায় কষ্ট দেয়,
যদি কখনো কারো কথায় মন ভেঙ্গে যায়, তবে
স্মরণ করো আমায়। আমাকে পাশে পাবে বন্ধু সে সময়।।
FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
কোন রাজার সিংহাসন থেকে নয়,
নয় হিমালয়ের প্রাদদেশ থেকে,
সাত সমুদ্র তের নদীর উপার থেকে নয়,
আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে বলি-
"ভালো থাকো সবসময়" FB :- Milon.mia30, Youtube : Banglatv360
কোন রাজার সিংহাসন থেকে নয়....
কোন রাজার সিংহাসন থেকে নয়,
নয় হিমালয়ের প্রাদদেশ থেকে,
সাত সমুদ্র তের নদীর উপার থেকে নয়,
আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে বলি-
"ভালো থাকো সবসময়" FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
পৃথিবীটা মাঝে মাঝে খুব অর্থহীন মনে হয়,
কোথাও কোন ঐশ্বর্যের চিহ্ন নেই, স্পন্দন নেই,
তবু সবকিছুর অন্তরালে আমি বুনি সুখের স্বপ্ন
যেখানে তুমি আছ, আছি আমি। FB :- Milon.mia30, Youtube : Banglatv360
পৃথিবীটা মাঝে মাঝে খুব অর্থহীন মনে হয়....
পৃথিবীটা মাঝে মাঝে খুব অর্থহীন মনে হয়,
কোথাও কোন ঐশ্বর্যের চিহ্ন নেই, স্পন্দন নেই,
তবু সবকিছুর অন্তরালে আমি বুনি সুখের স্বপ্ন
যেখানে তুমি আছ, আছি আমি। FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
আমায় ভালোবাসতে দাও এ জীবন দিয়ে
যেন হারাই তোমার মিষ্টি হাসিতে,
যেন থাকি সারাক্ষণই বাহুডোরে
ফিরে আস এই জীবনে নতুন করে। FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
চলে যাব অনেক দূরে,
তোমার দু'চোখ যেখান যায়
তার থেকে আরো দূরে;
তোমার মন যেখানে হারায়
তার থেকেও দূরে;
শুধু আজ আসব তোমার স্বপ্নে,
সেই ভোররাত্রে। FB :- Milon.mia30, Youtube : Banglatv360
আমায় ভালোবাসতে দাও এ জীবন দিয়ে....
আমায় ভালোবাসতে দাও এ জীবন দিয়ে
যেন হারাই তোমার মিষ্টি হাসিতে,
যেন থাকি সারাক্ষণই বাহুডোরে
ফিরে আস এই জীবনে নতুন করে। FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
চলে যাব অনেক দূরে...
চলে যাব অনেক দূরে,
তোমার দু'চোখ যেখান যায়
তার থেকে আরো দূরে;
তোমার মন যেখানে হারায়
তার থেকেও দূরে;
শুধু আজ আসব তোমার স্বপ্নে,
সেই ভোররাত্রে। FB :- Milon.mia30, Youtube : Banglatv360
Blogger : banglatv361.blogspot.com
Post a Comment