নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জম্ন দেয়

“আমি বলবনা আমি 1000 বার হেরেছি, আমি বলব যে আমি হারার 1000 টি কারন খুজে বের করেছি”

Wednesday, June 6, 2018

জামালপুর--ঢাকা রেলপথ ডাবল লাইনে উন্নীত হচ্ছে

#জামালপুর বাসীর জন্য সুখবর
জামালপুর--ঢাকা রেলপথ ডাবল লাইনে উন্নীত হচ্ছে। আজ রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোফাজ্জেল হোসেন ও একটি কারিগরি দল জামালপুর রেল ষ্টেশন ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।সাথে ছিলেন জেলা প্রশাসক আহমেদ কবীর।
পরিকল্পনার আওতায় জামালপুর--জয়দেবপুর অংশে ডাবল লাইন স্থাপন ও সকল ষ্টেশন আধুনিকায়ন করা হবে। এরপর মাত্র আড়াই ঘন্টায় জামালপুর হতে ঢাকা যাওয়া সম্ভব হবে।
জামালপুরের মানুষের দীর্ঘদিনের একটি চাওয়া পুরন হতে যাচ্ছে।
ধন্যবাদ সবাইকে, তথ্য টি শেয়ার করতে ভুলবেন না।
ছবি তথ্যঃ বাউল রিপন, জামালপুর। 
(কপি পেষ্ট)



  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment