#জামালপুর বাসীর জন্য সুখবর
জামালপুর--ঢাকা রেলপথ ডাবল লাইনে উন্নীত হচ্ছে। আজ রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোফাজ্জেল হোসেন ও একটি কারিগরি দল জামালপুর রেল ষ্টেশন ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেন।সাথে ছিলেন জেলা প্রশাসক আহমেদ কবীর।
পরিকল্পনার আওতায় জামালপুর--জয়দেবপুর অংশে ডাবল লাইন স্থাপন ও সকল ষ্টেশন আধুনিকায়ন করা হবে। এরপর মাত্র আড়াই ঘন্টায় জামালপুর হতে ঢাকা যাওয়া সম্ভব হবে।
Post a Comment