২০১৯ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ssc exam routine 2019
২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছর তথা ২০১৯ সালের ফেব্রুয়ারীর ২ তারিখ থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে।
আজ ২২ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই সূচি প্রকাশ করা হয়।
বাংলা ১ম পত্র দিয়ে এসএসসি প্রথম পরীক্ষা শুরু হবে। তিন ঘন্টার এই পরীক্ষা সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে। লিখিত পরীক্ষা চলবে ২৫ শে ফেব্রুয়ারী পর্যন্ত।
ব্যবহারিক পরীক্ষা ২৬ ফেব্রুয়ারী থেকে শুরু হবে।
পরীক্ষার নির্দেশনাবলী:
পরীক্ষার নির্দেশনাবলীতে বলা হয়েছে, ১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ ও তার আসন গ্রহণ করতে হবে। ২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩. প্রথমে বহুনির্বাচনী পরে সৃজনশীল পরীক্ষা হবে তবে এর মধ্যে কোন বিরতি দেয়া হবেনা। ৪. পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে। ৫. পরীক্ষার ফল প্রকাশের ৭ সাতদিনের মধ্যে ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে।
পরীক্ষার সময়সূচি:
Post a Comment