সেলাইপ্রশিক্ষণকোর্স
বর্তমান ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে
চাহিদার কারণে আজকাল অনেক ছেলে-মেয়েদেরকেই সেলাই-এপ্রশিক্ষণনিতেদেখাযায়।সেলাইপ্রশিক্ষণগ্রহণেরমাধ্যমেঘরেরনিজস্বচাহিদামেটানোরপাশাপাশিবাড়তিআয়েরওব্যবস্থাকরাযায়।বিশেষকরেমেয়েরাআজএপ্রশিক্ষণেরমাধ্যমেআত্মনির্ভরহতেসচেষ্টহচ্ছে।মেয়েদেরএকোর্সেভর্তিরক্ষেত্রেঅগ্রাধিকারদেয়াহয়।
মেয়াদ
:৩মাস,৪মাসবা৬মাস।
কোর্সফি
:৫০০টাকা-৩০০০টাকা।
কোথায়শিখবেন
:
–
যুব প্রশিক্ষণকেন্দ্র(সেলাইট্রেড),যুবউন্নয়ন
অধিদপ্তর,যুব ও ক্রীড়ামন্ত্রণালয়(দেশব্যাপীবিভিন্নকেন্দ্রে)।
– এছাড়াওবিভিন্নব্যক্তিমালিকানাধীনপ্রতিষ্ঠানে।
– এছাড়াওবিভিন্নব্যক্তিমালিকানাধীনপ্রতিষ্ঠানে।
সংবাদউপস্থাপনাকোর্স
বর্তমানসময়েঅসংখ্যটিভিচ্যানেলেরআধিক্যেবাংলাদেশেটিভিচ্যানেলেরসংবাদউপস্থাপনারএকটিক্ষেত্ররচিতহয়েছে।শিক্ষার্থীরাচাইলেএখনহতেইভবিষ্যতেরজন্যনিজেকেপ্রস্তুতকরতেপারেন।আরএজন্যপ্রয়োজনটেলিভিশনেসংবাদউপস্থাপনাবিষয়েপ্রশিক্ষণ।
মেয়াদ
:১মাস,২মাসবা৩মাস।
কোর্সফি
:৩০০০টাকা-৪০০০টাকা।
কোথায়শিখবেন
:
–
সেন্টারফরমিডিয়ারিসার্চঅ্যান্ডট্রেনিং(এমআরটি),১৬৭/২-ই,ইনারসার্কুলাররোড,মতিঝিল,ঢাকা-১০০০।
– বাংলাদেশইনস্টিটিউটঅবকমিউনিকেশনস্টাডিজঅ্যান্ডপাবলিকরিলেশন্স,২৫৭/৮এলিফ্যান্টরোড,কাটাবনঢাল,ঢাকা।
– এছাড়াওআরোকিছুপ্রতিষ্ঠানএবিষয়েবিভিন্নমেয়াদীপ্রশিক্ষণদিয়েথাকে।
– বাংলাদেশইনস্টিটিউটঅবকমিউনিকেশনস্টাডিজঅ্যান্ডপাবলিকরিলেশন্স,২৫৭/৮এলিফ্যান্টরোড,কাটাবনঢাল,ঢাকা।
– এছাড়াওআরোকিছুপ্রতিষ্ঠানএবিষয়েবিভিন্নমেয়াদীপ্রশিক্ষণদিয়েথাকে।
ভাষাশিক্ষাকোর্স
বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে
মাতৃ ভাষার পাশাপাশি সকলকেই অবশ্যই আন্তর্জাতিকভাষা,ইংরেজি
জানতেহয়।যদিও আমাদের ছোটবেলা হতেই ইংরেজি ভাষার হাতে খড়িঘটে।তবু এসময়ে এধরনের কোর্সনিঃসন্দেহে
আপনার ইংরেজির দক্ষতাবহুগুণ বৃদ্ধিকরতে সক্ষম হবে।এছাড়া আপনি চাইলে প্রয়োজন
অনুসারে জাপানি,আরবি,ফারসি,হিন্দি ইত্যাদি ভাষা ও শিখতে পারেন।
মেয়াদ
:৩মাস,৪মাস,৬মাস
বা১বছর।
কোর্সফি
:১০০০টাকাথেকে১৩০০০টাকা।
কোথায়শিখবেন
:
–
ব্রিটিশ কাউন্সিল টিচিং সেন্টার,৭৫৪/বি,সাতমসজিদরোড,ধানমন্ডি,ঢাকা।
– ইংরেজিবিভাগ,ঢাকাবিশ্ববিদ্যালয়,ঢাকা।
– ইংরেজিবিভাগ,রাজশাহীবিশ্ববিদ্যালয়সহঅন্যান্যবিশ্ববিদ্যালয়।
– আধুনিকভাষাইনস্টিটিউট,ঢাকাবিশ্ববিদ্যালয়,ঢাকা।
– CELP (ইংরেজিকোর্স)বাংলাদেশউন্মুক্তবিশ্ববিদ্যালয়,গাজীপুর।
– ঢাকাল্যাঙ্গুয়েজক্লাব,বাড়ীনং-৩৯৫,রোডনং-২৯(৩য়তলা),নিউডিওএইচএস,মহাখালী,ঢাকা।
– ইংরেজিবিভাগ,ঢাকাবিশ্ববিদ্যালয়,ঢাকা।
– ইংরেজিবিভাগ,রাজশাহীবিশ্ববিদ্যালয়সহঅন্যান্যবিশ্ববিদ্যালয়।
– আধুনিকভাষাইনস্টিটিউট,ঢাকাবিশ্ববিদ্যালয়,ঢাকা।
– CELP (ইংরেজিকোর্স)বাংলাদেশউন্মুক্তবিশ্ববিদ্যালয়,গাজীপুর।
– ঢাকাল্যাঙ্গুয়েজক্লাব,বাড়ীনং-৩৯৫,রোডনং-২৯(৩য়তলা),নিউডিওএইচএস,মহাখালী,ঢাকা।
এছাড়াও ‘ক্রিস্টাল
ও মোম প্রশিক্ষণকোর্স’, ‘চিত্রাঙ্কন
প্রশিক্ষণকোর্স’, ‘কারুশিল্প
প্রশিক্ষণ কোর্স’ ইত্যাদি বাস্তব ধর্মীপ্রশিক্ষণ কোর্স রয়েছে,যা
বিভিন্ন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত হয়।শিক্ষার্থীরা স্বল্পকোর্সফিতে
প্রশিক্ষণগ্রহণ করতে চাইলে ‘যুবউন্নয়ন অধিদপ্তর’(মতিঝিল,ঢাকা)ও ‘জাতীয় মহিলা সংস্থা’(নিউবেইলি রোড,ঢাকা)পরিচালিত
বিভিন্ন প্রশিক্ষণকেন্দ্ রগুলোতে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করতে পারেন।এবিষয়ে
বিস্তারিত জানতে সংশ্লিষ্টপ্রশিক্ষণ কেন্দ্রে বাতাদের যেকোনো অফিসে যোগাযোগ করলে
বিস্তারিত জানতে পারবেন।তাহলে সময় অপচয় না করে আজই আপনার কাঙ্ক্ষিত কোর্সের জন্য
যোগাযোগ শুরু করুন।পরনির্ভরশীলতার গ্লানি হতে নিজেকে তুলে আনুন আত্ননির্ভরশীল তায়।
Post a Comment